ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
মৃতরা হলো- ভোলার বাপ্তা ৪ নম্বর ওয়ার্ড চাচরা এলাকার মো. জুয়েলের ছেলে এক বছর ৪ মাস বয়সী মো সাবিদ ও বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের আর্শেদ আলীর ছেলে আবু বক্কর (৫০)।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু সাবিদকে শুক্রবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতেই তার মৃত্যু হয়েছে। আবু বক্কর হাসপাতালে ভর্তি হয় ১৭ নভেম্বর। বৃহস্পতিবার রাতে সে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৮ জন। চলতি বছরে বিভাগের ৬ জেলায় মারা গেছেন ৪৭ জন। এছাড়াও বরগুনার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন।
বিভাগের মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এ জেলার সরকারী হাসপাতালে চলতি বছর রোগী ভর্তি হয়েছে নয় হাজার ৩১৫ জন। এরপরে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা চার হাজার ১৭৭ জন। এছাড়াও বিভাগের পিরোজপুরে এক হাজার ৫৭৬, বরিশালে এক হাজার ৭১৮, ভোলায় ৭৩৭ ও ঝালকাঠিতে ৭৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলো।
বিডি প্রতিদিন/এএম