বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের সোন্দ্রাম এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের উদ্যোগে তার নিজ ফিশারি মাঠে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া, গুরুত্বপূর্ণ আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। এতে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ১৭ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিল শেষে প্রায় ২৫ হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল