খুলনায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে একের পর এক খুন ও হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে। শুক্রবার রাতে নগরীর লবণচরা তিন রাস্তার মোড়ে রাজু (২৬) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, রাজু স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাকে পেছন থেকে গুলি করা হয়। মাদক বিক্রির আধিপত্য নিয়ে দ্বন্দ্বে তার ওপর হামলা হয়। এ ধরনের ঘটনায় কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ দেয় না। যে কারণে পুলিশকে তদন্তে নেমে অন্ধকারে থাকতে হয়। স্থানীয়রা জানান, দিনের পর দিন মাদক নিয়ে খুনাখুনি বেড়ে যাওয়ায় আতঙ্ক বাড়ছে। প্রতিরাতেই শহরে গুলির ঘটনা ঘটছে। অধিকাংশ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে নগরীতে ৪২টি হত্যার ঘটনা ঘটে। এর মধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় খুন হন অন্তত ২০ জন। গত ১৬ নভেম্বর করিমনগর এলাকায় বাড়িতে ঢুকে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে ছয়-সাতজন দুর্বৃত্ত। তাকে মাদক কারবার নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে খুন করা হয় বলে জানান খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। নিহত আলাউদ্দিন মাদক মামলায় প্রায় ছয় মাস জেল খেটে জামিনে বের হয়েছিলেন। জানা যায়, রাজুর ওপর গুলি করার ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। এর আগে আলাউদ্দিন খুনের ঘটনায় তার স্ত্রী নারগিস বেগম সোনাডাঙ্গা থানায় মামলা করেন। চার দিন পর রূপসার হোসেনপুর থেকে মিন্টু শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করে র্যাব।