রাজশাহীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য যৌক্তিক সময়ের দাবি ও সাধারণ শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ করেন তারা।
গতকাল বিক্ষোভের একপর্যায়ে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা-রাজশাহী রেললাইনে অগ্নিসংযোগও করেন শিক্ষার্থীরা। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়। তবে শিক্ষার্থীদের ভাষ্য, অবিলম্বে দাবি মানতে হবে, না হয় আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আগের বিসিএস লিখিত পরীক্ষাগুলোর আগে যৌক্তিক সময় দেওয়া হতো। এখন অযৌক্তিকভাবে পরীক্ষার সময় নির্ধারণ করে বৈষম্য করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি যৌক্তিক দাবিতে আন্দোলন করলে পুলিশ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদ ও অবিলম্বে দাবি মানার আহ্বান জানাই।
রেলপথ অবরোধের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে আটকে আছে।