ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বর্ষপূর্তি ৬ ডিসেম্বর। আর এ দিনই পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের আদলে নির্মাণ হতে যাওয়া একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। জেলার বেলডাঙ্গা শহরে ‘বাবরি’ নামে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কয়েক লাখ মানুষের উপস্থিতি আশা করছেন উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর।
গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, ‘চলতি বছরের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। মসজিদটি সম্পূর্ণ হতে তিন বছর লাগবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ২ লাখ মানুষ উপস্থিত থাকবে বলে আশা করছি। মঞ্চে ৪০০ বিশিষ্ট অতিথি থাকবেন। সবাইকে আমন্ত্রণ জানাব; কেউ আসতে চাইলে ভালো, না এলেও অসুবিধা নেই।’
গত বছরের ১২ ডিসেম্বর রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়েই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবীর। আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে রেখে তাঁর এ উদ্যোগে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা টিবরেওয়াল এ পদক্ষেপকে ‘মুসলিম তোষণ’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘তৃণমূলের ধর্মনিরপেক্ষতা কি শুধু একটি ধর্মকেই কেন্দ্র করে? বাবরি মসজিদ পুনঃপ্রতিষ্ঠার কথা বলে তারা কাকে ডাকবেন?’ তিনি আরও বলেন, ‘এটি তোষণের রাজনীতি ছাড়া আর কিছু নয়।’ এ বিষয়ে বিজেপির আরেক নেতা রাহুল সিনহা অভিযোগ করেন, ‘হুমায়ুন কবীর ইস্যুটিকে অযথাই রাজনৈতিক রূপ দিচ্ছেন।’