মিয়ানমারের কায়িন অঙ্গরাজ্যের পাপুন এলাকার কাছে ২.২ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাপুন থেকে ২৪ কিলোমিটার দূরে এবং এর গভীরতা মাত্র ১ কিলোমিটার।
মাত্রা কম হওয়ায় ভূমিকম্পটি বাসিন্দারা অনুভব করেননি, কিংবা কোনো অনুভূতির রিপোর্ট পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও জানা যায়নি।
সূত্র: ভলকানো ডিসকভারি
বিডি প্রতিদিন/মুসা