বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, নারীরা তখন ভালো থাকে, সুরক্ষিত থাকে। নারী উন্নয়নের কথা বলতে হলে তৃণমূল থেকে নারীদের ক্ষমতায়ন করতে হবে। তারা যাতে নিরাপত্তাহীন না থাকে, সুরক্ষিত থাকে সে ব্যবস্থা করতে হবে।
শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নারীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি একজন মেয়ে, আমি একজন সন্তান ও আমি একজন মা হিসেবে বলতে পারি, আমাদের দেশের সকল পর্যায়ের মায়েরা কত কষ্ট করে তাদের সংসার চালান, ছেলে-মেয়েদের মানুষ করেন, সংসারে কাজ করেন, ঘরে কাজ করেন, ক্ষেতে কাজ করেন। যে সকল নারীরা রাজনীতির মাঠে নেমেছেন, তারা সংসার সামলে ভোটের সময় পুরুষের সঙ্গে ভোটের মাঠে কাজ করেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের কথা উল্লেখ শামা ওবায়েদ বলেন, আমাদের দেশে হাজার হাজার, লাখ লাখ নারীরা গার্মেন্টসে কাজ করেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আরও বেশি থাকতে হবে। নারীর যদি জয় হয়, পুরো সমাজ জয়লাভ করে। মা-ই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় পরিচয়। মা যখন জয়লাভ করবে, সারা দেশ জয়লাভ করবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন। ৯ বছর এরশাদবিরোধী আন্দোলন করেছেন। তিনি আপসহীন নেত্রী হয়েছেন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ক্ষমতায় এসে নারীদের উন্নয়নের জন্য নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করেছেন। নারীদের প্রাথমিক থেকে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছেন। প্রত্যেক মেয়ে যাতে পড়াশোনার সুযোগ পায় সে ব্যবস্থা করেছেন খালেদা জিয়া।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় ৬ বছর জেলে রেখেছে। ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন ও ২০২৪ সালে আমি-ডামির নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে আমাদের মা-বোনেরা ভোট দিতে পারেননি।
উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ গ্রাম, পাড়া-মহল্লায় ধানের শীষের বিজয়লাভের জন্য কাজ করতে হবে।
তিনি তার প্রয়াত বাবা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের কথা স্মরণ করে বলেন, আমার বাবা যখন বেঁচে ছিলেন, তিনি কিন্তু সারা জীবন নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন।
নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আক্রমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম।
বিডি প্রতিদিন/কেএইচটি