বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে রবিবার ও সোমবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই তিস্তার পানি কমে যাওয়ায় নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এর একদিন আগে কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। সোমবার দুপুরের দিকে কাউনিয়ার তিস্তা রেল সেতু পয়েন্টে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার তা বিপৎসীমার নিচে নেমে আসে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী একদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে, তবে পরবর্তী দুই দিন আবহাওয়া স্থিতিশীল থাকবে।
গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, হঠাৎ পানি বৃদ্ধিতে ইউনিয়নের পশ্চিম ইচলি, মধ্য ইচলি, পূর্ব ইচলি, জয়রাম ওঝা, শংকরদহ ও চল্লিশ সাল এলাকার অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি উন্নতির দিকে।
বিডি প্রতিদিন/হিমেল