সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তার পাশে ফেলে যাওয়া এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে প্রায় ২টার দিকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালের সামনে কান্নার শব্দ শুনে পথচারীরা এগিয়ে যান। পরে তারা কাপড়ে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক কন্যা শিশুটিকে দেখতে পান। তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কেয়ার হাসপাতালের হেফাজতে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে ভর্তি করে চিকিৎসা শুরু করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
কে বা কারা শিশুটিকে জন্মের পর ফেলে রেখে গেছে, তা এখনও জানা যায়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিশুটি বর্তমানে নিরাপদে আছে। বিষয়টি আমরা প্রশাসনের নজরে এনেছি। তার নিরাপত্তা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।
এদিকে স্থানীয়রা এ ঘটনাকে মানবতার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তারা শিশুটির নিরাপদ আশ্রয় ও ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি উদ্ধার হওয়ার কয়েক ঘণ্টা আগেই জন্মগ্রহণ করেছিল। সময়মতো উদ্ধার না হলে শিশুটি গুরুতর ঝুঁকিতে পড়তে পারত। বর্তমানে সে সুস্থ ও নিরাপদ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল