ফেনীর সোনাগাজী থানা এলাকার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুরে মঙ্গলবার ভোরে একদল পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই এএসআইসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
হামলাকারীরা পুলিশের কাছ থেকে একটি শর্টগান, একটি ওয়াকিটকি এবং অভিযুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপনকে (৩৮) ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার চিহ্নিত ডাকাত রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে আছেন এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জেল হোসেন।
পরে মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেফতার করে। রিপনের দেখানো স্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতিমধ্যেই ডাকাতি ও অস্ত্র আইনসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
বিডি প্রতিদিন/এমআই