চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নাকি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পারিবারিক দ্বন্দ্ব নিয়েই নাকি তার এই নিরাপত্তার অভাব। তিনি এনেছেন তাকে হত্যার হুমকির অভিযোগ। পারিবারিক বিরোধ ও সম্পত্তি সমস্যাকে কেন্দ্র করে তাকে পরপর হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পপি। তিনি জানান, তার চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছেন। তিনি নিশ্চিত করেন, বছরখানেক ধরে চলা এই ভয়ভীতি এখন এতটাই বেড়েছে যে নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারেননি। খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি দিয়েছেন তারেক। পপির ভাষ্য, ‘১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেছেন। খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই। বিষয়টি জানতেই তারেক ফোন করে জানান, সেখানে গেলেই আমাকে মেরে ফেলবেন। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।’ পপির দাবি, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি জমি কেনেন। দলিল থাকা সত্ত্বেও তিনি সেই জমির দখল পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, জমিটি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। জমি ভোগ করতে গেলেই নানা ভয় দেখানো হয়। পপি আরও বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করেছেন। এখনো করা হচ্ছে। প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পপি।