কিংবদন্তি শিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনের ওপর নির্মিত হচ্ছে বায়োপিক ‘ইথা’, যেখানে তরুণ বয়সের বিঠাবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। ছবির কাজ শুরু হওয়ার পর থেকেই শ্রদ্ধার নতুন লুক, অভিনয় নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু শুটিংয়ের মাঝপথে ঘটে গেল অপ্রত্যাশিত এক দুর্ঘটনা, ফলে আপাতত থমকে গেছে সেই ছবির কাজ। বি-টাউন সূত্রের খবর, শুটিংয়ের দিন লাবণীর একটি কঠিন ধাপে শ্রদ্ধা ভুল করে পুরো শরীরের ওজন বাঁ পায়ে ফেলে দেন। দ্র“ততালের কারণে ভারসাম্য হারিয়ে তার বাঁ পায়ের আঙুলে ভয়ংকর চোট লাগে। পরে জানা যায়, সেটি ফ্রাকচার হয়েছে। চোট লাগার পর পরিচালক সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেন। কিন্তু শ্রদ্ধা জেদ করেই কিছু ক্লোজআপ শট শেষ করেন, যাতে ইউনিটকে অযথা দেরি না করতে হয়। এমনকি পরের দিন মুম্বাইয়ে কয়েকটি আবেগঘন দৃশ্যও তিনি শুট করেন। তবে কয়েক দিনের মধ্যেই ব্যথা তীব্র হতে শুরু করে। ইউনিটের এক সদস্য জানিয়েছেন, ‘শুরুতে শ্রদ্ধা ব্যথা সহ্য করেই কাজ করছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বেড়ে যায়। শেষ পর্যন্ত চিকিৎসকদের নির্দেশে শুটিং বন্ধ করতেই হয়।’ আপাতত অভিনেত্রীকে প্রায় দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তার সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে পুরো টিম।