প্রিমিয়ার লিগে শনিবার রাতে সেন্ট জেমস পার্কে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। স্বাগতিকদের জয় নিশ্চিত করেছেন হার্ভে বার্নস, তিনি জোড়া গোল করেন এবং দলের জন্য রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলই একের পর এক সুযোগ নষ্ট করে। প্রথমার্ধে গোল না হওয়ায় উত্তেজনা ছিল চরমে। তবে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বার্নসের জোরাল শটে নিউক্যাসলকে এগিয়ে নেন।
ম্যানচেস্টার সিটি দ্রুত জবাব দেয়। ৬৮ মিনিটে রুবেন দিয়াসের শটে বক্সে বল প্রতিপক্ষের পায়ে লেগে জালে গিয়ে সমতা ফেরায় সিটি। কিন্তু মাত্র দুই মিনিট পরেই বার্নস আবার গোল করে নিউক্যাসলকে আবার এগিয়ে নেন। দীর্ঘ সময়ের ভিএআর পর্যালোচনা শেষে রেফারি গোলের সংকেত দেন।
নিউক্যাসলের ৯টি শটের ৫টি লক্ষ্যভেদ করতে সক্ষম হয়, আর সিটির ১৭টি শটের মধ্যে ৪টি লক্ষ্যভেদ হয়। এই জয়ের মাধ্যমে নিউক্যাসল ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে, সিটি চতুর্থ হার এবং ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
এই জয়ই নিউক্যাসলের জন্য ২০ বছরের মধ্যে মাত্র দ্বিতীয়বার প্রিমিয়ার লিগে সিটির বিরুদ্ধে জয়। ম্যাচজুড়ে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ, তবে শেষ পর্যন্ত আর কোন গোল হয় না।
বিডি প্রতিদিন/মুসা