ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতসহ নফল নামাজ আদায় ও দোয়া মাহফিল।
রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আল্লাহর কাছে পানাহ চেয়ে সম্মিলিতভাবে দোয়া করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকদের একজন রেয়াদুল ইসলাম জুবাহ জানান, প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তগুলো মানুষকে অসহায় করে দেয়। এ সময়ে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি। শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সামষ্টিক দোয়ার মাধ্যমে কল্যাণ কামনাই আমাদের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে নফল নামাজ আদায়ের পর দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন