সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়। সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার আসার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ট্রেনের অন্যান্য বগির যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/শআ