রাজধানীসহ সারা দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। মঙ্গলবার (৭ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টা ১৫ মিনিট : সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
দুপুর ২টা : ঢাবির টিএসসি মিলনায়তনে ছাত্রদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
দুপুর ২টা ৩০ মিনিট : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের কর্মসূচি
সকাল ৯টা : যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
সকাল ১০টা : জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরার কার্যালয়ে ঢাকা সফররত ইউনাইটেড নেশনসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন জামায়াত নেতারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ