সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২০২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানায়— চলতি মাসের প্রথম পাঁচ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন। বিভাগের মোট আক্রান্ত ২০২ জনের মধ্যে হবিগঞ্জ জেলায় ১১৫ জন, সিলেট জেলায় ৩৭ জন, মৌলভীবাজারে ২১ জন এবং সুনামগঞ্জে ২৯ জন।
বর্তমানে বিভাগের তিনটি হাসপাতালে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি বলে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত প্রচারণা ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/আশিক