বলিউড অভিনেতা আরবাজ খান ও সুরা খানের ঘরে কন্যাসন্তান আসার খবরে খান পরিবারে বইছে আনন্দের বন্যা। তবে, নেট দুনিয়ায় এক অপ্রত্যাশিত বিতর্ক তৈরি হলো আরবাজ ও মালাইকা অরোরার ছেলে আরহান খানকে ঘিরে। সদ্যোজাত সৎ বোনকে হাসপাতালে দেখতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হতেই আরহান খানকে ঘিরে সমালোচনা শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২২ বছর বয়সী আরহানকে কালো টি-শার্ট ও ক্যাজুয়াল প্যান্টে হিন্দুজা হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। এ ভিডিও ভাইরাল হতেই একশ্রেণি যেমন তার প্রশংসা করেছেন, তেমনি অনেকে কটাক্ষ করতে ছাড়েননি।
কেউ লিখেছেন, সৎ বোনের জন্মে এত উৎসাহী কেন? আবার কেউ ব্যঙ্গ করে বলেছেন, বাবা নতুন জীবন শুরু করেছে, তুমি কী করছো?
তবে, সমালোচনার মাঝেও অনেকেই আরহানের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাদের মতে, সম্পর্কের বদল মানেই বন্ধন শেষ নয়। আরহান যেভাবে তার সৎ মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং সৎ বোনকে দেখতে ছুটে গিয়েছেন, তা আধুনিক পরিবারের ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে। খান পরিবারের সঙ্গে আরহানের সম্পর্ক অস্বীকার করার নয়। সালমানের বড়ই আদরের সে। ফলে সেই বাড়ির আনন্দ উৎসবে শামিল হলেন তিনি।
প্রসঙ্গত, আরবাজ খান ও মালাইকা অরোরা ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ২০২৩ সালে আরবাজ বিয়ে করেন মেকআপ আর্টিস্ট সুরা খানকে। বিয়ের ঠিক দুই বছরের মাথায় গত ৫ অক্টোবর জন্ম হয় তাদের প্রথম সন্তানের। এখন শুভেচ্ছাবার্তায় ভাসছে খান পরিবার।
তবে, একদিকে যখন আরবাজের কন্যা সন্তানকে নিয়ে শোরগোল নেট দুনিয়ায়, ঠিক তখনই মালাইকা-আরবাজের সন্তানকে ঘিরে প্রবল সমালোচনা। যদিও ট্রলকে খুব একটা নজর দিতে রাজি নয় খান পরিবার। তাই বিষয়টা একপ্রকার এড়িয়ে গেলেন আরহান।
বিডি প্রতিদিন/কেএ