বরগুনার আমতলীতে বিএনপির দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ২১ অক্টোবর আমতলী শহরে বিএনপির মিছিলকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত প্যাদা বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ মোট ১৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ন কবির বাচ্চু এবং আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপু।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মামলাটি বিশেষ ক্ষমতা আইনের অধীনে এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা হয়েছে এবং সেই মামলার ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা