চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইয়াবা মামলায় মিয়ানমারের নাগরিক মো. ইউসুফ (৩৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
অন্য আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় ঘোষণা করেন।
২০২১ সালের ১৩ আগস্ট র্যাব-৭ কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে তার কাছ থেকে ৪৯ জাহার ২৮০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার হয়। আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ