ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা পরিবহনের বাসচাপায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
একই ঘটনায় দুই ইজিবাইক চালক গুরুতর আহত হন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ভবনের সামনে দুর্ঘটনা ঘটে।
ক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এবং পরে বাসে আগুন ধরিয়ে দেয়। নিহত মোজাম্মেল ফতুল্লার দক্ষিণ সস্তাপুরের মোক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন আনিসুর রহমান (৩৮) ও রানা বাবু (৪০)।
ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বাসটি দাঁড়িয়ে থাকা দুই ইজিবাইককে ধাক্কা দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, মোজাম্মেলকে আনার আগেই মৃত্যু হয়। গণপিটুনিতে আহত চালক-হেলপারকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ