বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান কৃষক ও কৃষির কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন। শুধু কৃষি বা কৃষক নয়, শ্রমিক-নারী, যুবক-বেকার, ছাত্র, শিক্ষক, মৎস্যজীবী, তাঁতী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষের কল্যাণে বিএনপি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির সূচনা করছে।
তিনি বলেন, তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো, তাঁর দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ। পরিবর্তনের আওয়াজ তুলে তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছেন, কল্যাণ রাষ্ট্র গঠনে গণ ঐক্যের ডাক দিয়েছেন, জনকল্যাণে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ পরিকল্পনা হাজির করেছেন, অন্যান্য পরিকল্পনাও পাইপলাইনে আছে। তাই চলুন, তারেক রহমানের হাতে হাত রেখে এগিয়ে যাই সমৃদ্ধির সোপানে।
সোমবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নে পৃথক ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে প্রান্তিক কৃষকদের একটি ফসলের উৎপাদন খরচ রাষ্ট্রের মাধ্যমে প্রদান করবে। প্রান্তিক কৃষককে লাভবান করতে বিএনপি সরকার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগী দৌরাত্মমুক্ত ভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য প্রতিটি ইউনিয়নের একটি বাজারে সরকারি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করবে।
তিনি বলেন, চির অবহেলিত ধোবাউড়ার উন্নয়নে বিএনপির আগামী সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। আমাদের লক্ষ্য একটি আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তোলা, যেখানে গ্রামীণ অবকাঠামো নির্মাণসহ বেকার সমস্যার সমাধান এবং ঘরে ঘরে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা হবে। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত দিনে ধোবাউড়ার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।
গামারীতলা ইউনিয়নের রণসিংহপুর মাদরাসায় ৮ নং এবং কৃষ্ণপুর বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুস শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনসমুহে অন্যান্যের মধ্যে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত