রাজধানীর উত্তরায় এক অদ্ভুত পরিস্থিতিতে আটকা পড়েছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। এক ঘণ্টা ধরে লিফটে থাকা অবস্থায় তাকে উদ্ধার করেন উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা। অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, নীলা লিফটে আটকে পড়ার সময় কেমন অবস্থায় ছিলেন এবং কীভাবে আতঙ্ক সামলাচ্ছিলেন। নিজের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তিনি পানি পান করেন এবং দর্শকদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটের দরজা সামান্য ফাঁক রেখে তাকে শ্বাস নিতে সাহায্য করেন। এক ঘণ্টার চেষ্টা শেষে নীলা নিরাপদে লিফট থেকে বের হন।
এই ঘটনা মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন। তবে শেষ পর্যন্ত তাকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নীলাঞ্জনা নীলা ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বদরুল আনাম সৌদের পরিচালিত শ্যামা কাব্য চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।
বিডি প্রতিদিন/আশিক