বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক আবারও আলোচনায়। এবার তিনি ক্ষোভ প্রকাশ করেছেন নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার চরিত্র দেখানোর কারণে। তিনি তাঁর অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ এই প্রতিষ্ঠান “ওয়োক কালচারের পক্ষপাত করছে” এবং “এলজিবিটিকিউ'র প্রচারণা” ছড়িয়ে দিচ্ছে।
গত তিন দিনে মাস্ক তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অন্তত ২৬ বার “নেটফ্লিক্স বাতিল করুন” আহ্বান জানিয়ে পোস্ট বা রি-পোস্ট করেছেন। তাঁর অনুসারীর সংখ্যা বর্তমানে প্রায় ২২ কোটি ৭০ লাখ।
এই বিতর্কের সূত্রপাত মঙ্গলবার, যখন মাস্ক লিবস অফ টিকটক নামে এক ডানপন্থি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে লেখেন, “এটা ঠিক নয়।” পোস্টটিতে ছিল ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ নামের নেটফ্লিক্স শোর একটি ক্লিপ, যেখানে চরিত্র বার্নি জানায়, সে একজন ট্রান্সজেন্ডার।
লিবস অফ টিকটকের পোস্টে লেখা ছিল, “নেটফ্লিক্স শিশুদের জন্য ট্রান্সজেন্ডার সমর্থনের বার্তা ছড়াচ্ছে। এই শো সাত বছর বয়সী শিশুদের জন্য রেটেড!”
২০২২ সালে প্রচারিত শোটি ২০টি পর্বে শেষ হয় এবং পরের বছর নেটফ্লিক্স সেটি বাতিল করে। বর্তমানে প্রতিষ্ঠানটি যদিও এই শো প্রচার করছে না।
তবে জ্যাক ব্যারাক, যিনি বার্নির কণ্ঠ দিয়েছেন এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম খোলাখুলি ট্রান্স অভিনেতা, মাস্কের দাবিকে প্রত্যাখ্যান করে লেখেন, “আপনারা যত ভয় ছড়াবেন, ছড়াতেই পারেন, কিন্তু বহু শিশু ও অভিভাবক আমাকে বলেছেন—এই চরিত্র তাঁদের জীবনে আশার আলো এনেছে!”
পরবর্তী কয়েক দিনে মাস্ক আরও কয়েকটি পোস্টে দাবি করেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “এলজিবিটিকিউ এবং এর ভাবধারা ঢোকাতে চাইছে।” এক পোস্টে তিনি লিখেছেন, “শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য নেটফ্লিক্স বাতিল করুন।”
তিনি একটি মিম শেয়ার করে তাতে দেখান—নেটফ্লিক্সের “ট্রান্সজেন্ডার ওয়োক এজেন্ডা” হলো এক ধরনের “ট্রোজান ঘোড়া”, যা শিশুদের মনে প্রবেশ করছে।
বৃহস্পতিবার আরেক পোস্টে মাস্ক লিখেন, “এটা সত্য—নেটফ্লিক্স এখন সরাসরি ব্যবহারকারীদের ওপর ট্রান্সজেন্ডার প্রোপাগান্ডা চাপিয়ে দিচ্ছে।” সঙ্গে যুক্ত করেন নেটফ্লিক্সের টুডাম ওয়েবসাইটের একটি লিংক, যেখানে লেখা ছিল—“ট্রান্স ডে অব ভিজিবিলিটি উদ্যাপন করুন ১৬টি সিনেমা ও শোর মাধ্যমে।”
মাস্কের সমালোচনার মধ্যে আরও ছিল ‘দ্য বেবি-সিটারস ক্লাব’ ও ‘কোকোমেলন’ শোর বিরুদ্ধে মন্তব্য, যেখানে তিনি দাবি করেন—নেটফ্লিক্সের কনটেন্ট শিশুদের মধ্যে “বিকৃত মূল্যবোধ” তৈরি করছে।
তিনি “লিবস অফ টিকটক”-এর আরেক পোস্টে নেটফ্লিক্সের ২০২৩ সালের বৈচিত্র্য প্রতিবেদনে মন্তব্য করে শুধু লিখেন, “নেটফ্লিক্স বাতিল করুন।”
ব্যক্তিগতভাবে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ মাস্কের নিজের এক ট্রান্স কন্যা, ভিভিয়ান উইলসন, ২০২২ সালে নিজের নাম ও লিঙ্গ পরিবর্তনের আবেদন করে বলেন, “আমি আর আমার জৈবিক পিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।”
পরে মাস্ক বলেন, “আমি আমার সন্তানকে মূলত হারিয়েছি। তাকে ‘ওয়োক মাইন্ড ভাইরাস’ হত্যা করেছে।”
নেটফ্লিক্স এখনো মাস্কের এসব মন্তব্যের জবাব দেয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/আশিক