ঢাকা শহরে আজ রবিবার তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টি হতে পারে। ফলে জলাবদ্ধতার আশঙ্কা করা যাচ্ছে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান।
আবহাওয়া ডটকমের প্রতিষ্ঠাতা এই আবহাওয়াবিদ লেখেন, ঢাকা শহরসহ এর চার পাশের সকল জেলার ওপর দিয়ে আজ দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আশঙ্কা করা যাচ্ছে মূল বৃষ্টিপাত ঢাকা শহরে পৌঁছাবে বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে। ফলে আজকে অফিস ছুটির সময় ঢাকা শহরের উপরে তীব্র বজ্রপাত ভারী মানের বৃষ্টি ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ বিকালের পরে ঢাকা শহরে ব্যাপক জালবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বিকাল ৫ টার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত।
জরুরি প্রয়োজন না থাকলে সাধারণ মানুষদের বিকাল ৫ টার আগে ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ