রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কদমতলী থানাধীন শনির আখড়া পলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত জাকির হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
সহকর্মী মো. রুবেল জানান, ছয়তলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় রাজমিস্ত্রির হেলপার জাকির হোসেন বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ