নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি–মুক্তারপুর উড়াল সড়কের পাইলিংয়ের কাজ চলাকালে তিতাস গ্যাসের একটি বিতরণ পাইপলাইন ফেটে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে সকাল থেকে সিদ্ধিরগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন।
রবিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রকৌশলীরা জানান, শনিবার বিকেলে উড়াল সড়কের ৩১ নম্বর পিলারের পাইলিংয়ের সময় পাইপলাইনে ফাটল দেখা দেয়। এরপরই বিসিক–শাসনগাঁও এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস।
নাসিক ১ নম্বর ওয়ার্ডের গৃহিণী রেহানা আক্তার বলেন, ‘গত বিকেল থেকে গ্যাস নেই। রাতটা কোনোভাবে কাটলেও সকালে সমস্যা বেড়েছে। নাশতা রেঁধে খাওয়াতে না পেরে বাইরে থেকে এনে খেতে হয়েছে।’
৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণমাধ্যমকর্মী ফারুক হোসেন জানান, ‘অনেকেই আমাকে গ্যাস না থাকার কারণ জানতে ফোন করছেন। জেনেছি, বিসিক এলাকায় পাইপলাইন ফেটে যাওয়ায় এই সমস্যা হয়েছে।’
তিতাসের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, ‘২০ থেকে ২৫ ফুট নিচে থাকা পাইপলাইনের আশপাশের মাটি খুঁড়তে গেলে বারবার ধসে যাচ্ছে। এজন্য চারদিকে লোহার পাত দিয়ে সুরক্ষা তৈরি করা হচ্ছে। মেরামত শেষ হলেই দ্রুত সরবরাহ স্বাভাবিক হবে।’
তিতাসের উপব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) প্রকৌশলী রাজীব কুমার সাহা বলেন, ‘মুক্তারপুর–পঞ্চবটি উড়াল সড়কের পাইলিংয়ের সময় আমাদের বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপটি প্রায় ২৪ ফুট গভীরে হওয়ায় মেরামতে সময় বেশি লাগছে। তবে কিছু এলাকায় স্বল্প চাপে সরবরাহের চেষ্টা চলছে।’
উড়াল সড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় পাইপলাইন ছিদ্র হয়েছে। সাধারণত দুই ঘণ্টায় এমন সমস্যা ঠিক করা যায়। কিন্তু জায়গাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সময় বেশি লাগছে।’
বিডি-প্রতিদিন/সুজন