‘ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদ। তাঁর বহুধর্মী গবেষণা বিশ্ব মুসলিমের জন্য অনুপম দৃষ্টান্ত। বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে তাঁর জীবনী, কর্ম ও লেখার ওপর উচ্চতর গবেষণা করে অনন্য শিখরে আরোহিত হয়েছেন অনেকেই।’
গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১০৭ তম ওফাত দিবস উপলক্ষে আলা কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদীস হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শাইখুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী।