ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয় ডিএনসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন, তাদের নিজ দায়িত্বে সেগুলো অপসারণের জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।