আগামী সাত দিনের মধ্যে দুই দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল রাজধানীর তেজকুনিপাড়া বিজয় সরণি টাওয়ারে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আবদুুর রহিম। দাবিগুলো হলো-কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ২০১৭ সালের ক্ষতিপূরণ আইনে প্রদান এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন ও বিনিয়োগ চুক্তি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহারসহ সারা দেশে জেলা পর্যায়ে বস্তি পুনর্বাসন।
এ উপলক্ষে আগামী সপ্তাহব্যাপী সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সেসঙ্গে থানা কমিটিগুলো করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।