রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে পড়ে সাইয়াক (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এর আগে ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্ক করে রাখা ‘কিরণমালা পরিবহ’-এর একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদে লাফ দেয়। পরে নদ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা পরে তাকে ডিএমপির শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই শিক্ষার্থী নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আটক হওয়া ওই যুবক তার বন্ধু।
শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। এ সময় সাইয়াক নামে এক শিক্ষার্থী নদীতে ডুবে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি সাঁতার না জানায় ডুবে মারা গেছেন। আটক আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পরিদর্শক।