রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর সংলগ্ন প্রবেশগেট ও সেন্টার পয়েন্ট ইউনিমাট মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তাই কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও বিমানবন্দর গোলচত্বর সংলগ্ন প্রবেশপথের মূল গেটে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ককটেল বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ মুজাহিদ (২৫) নামের এক আনসার সদস্য আহত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ