বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবী মেসবাহ উদ্দিন সাবু স্মরণে আজ মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনে আসরের নামাজের পর মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি ৩ নভেম্বর ২০০৩ সালে ইন্তেকাল করেন। সাবু স্মরণে তানজিম ফাইন্ডেশন সন্ধ্যা ৭টায় সাবু নৈশ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।
মেসবাহ উদ্দিন সাবু ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক। শিক্ষানুরাগী হিসেবেও তাঁর সুনাম রয়েছে। তিনি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। ক্রীড়া সংগঠক ও রাজনীতিক হিসেবে অবদান রেখে গেছেন।
মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সাবু স্মৃতি সংসদ মরহুমের স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি আহ্বান জানিয়েছে। -বিজ্ঞপ্তি