তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন ঢাকার সাত কলেজের শিক্ষকরা। ফলে কলেজগুলোতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চলমান পরীক্ষাগুলো কর্মসূচির আওতামুক্ত থাকলেও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। তাতে চরম ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, ঢাকার এই সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নামে ভর্তি ও ক্লাস শুরু করা নিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি আইনসিদ্ধ নয়। এ নিয়ে সৃষ্ট জটিল পরিস্থিতির কারণেই তারা গতকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন; যা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে গত সোমবার শিক্ষকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) বা সমকক্ষ প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসক ১৬ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেন। তাতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ২৩ নভেম্বরের মধ্যে ক্লাস শুরু করতে হবে। তবে শিক্ষকরা মনে করছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ার আগেই এই বিজ্ঞপ্তি আইনি জটিলতা তৈরি করতে পারে। শিক্ষকরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিধিবদ্ধভাবে সরকারি কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিশ্চায়ন ও ক্লাস শুরুর প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নেই।