আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। জব্দ করা হয়েছে তাদের মাছধরার ট্রলার। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। গতকাল সকালে তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার পুলিশ নারী, পুরুষসহ ১০ বাংলাদেশিকে আটক করে। স্থানীয় উমরপুর গ্রামে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের আত্মগোপন করে থাকার খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় হাসখালী থানার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল হাসখালী পুলিশ রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।