রাজধানীর বিজয় সরণিতে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ে সারা দেশে স্মারকলিপি দিচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বস্তিবাসীরা। স্মারকলিপিতে পুরোনো বাতিল আইনে নয় বরং ২০১৭ সালের আইনে আদায় এবং সারা দেশের বস্তি পুনর্বাসনসহ মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন ও বিনিয়োগ চুক্তি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, নেত্রকোনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও নোয়াখালী জেলায় ইতোমধ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি আদায়ে ১০টি থানা কমিটি গঠন করা হয়েছে। স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে সারা দেশে জেলা এবং থানা কমিটি গঠনের কার্যক্রম চলমান। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। নইলে আমরা দাবি আদায়ে সারা দেশে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।