প্রখ্যাত কূটনীতিক, অর্থনৈতিক নীতিনির্ধারক এবং স্বাধীনতা পরবর্তী প্রথম অর্থ সচিব মোহাম্মদ মতিউল ইসলাম গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নামাজে জানাজা আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
কর্মজীবনে মতিউল ইসলাম রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশাসন থেকে আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘ সময় বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দেশের পক্ষে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি।