ঢাকার মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গতকাল রাত ৯টার দিকে বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত। কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। এ কারণে কেউ হতাহত হয়নি।