উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষা শুধু সনদ নয়; এটি জাতি গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শিক্ষিত জনগোষ্ঠীই রাষ্ট্রের উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
রবিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে রওশন–আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজে ‘জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষকদের মূল্যায়ন না করে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। শিক্ষকদের অস্ত্র ঠেকিয়ে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়েছিল। দিনের ভোট রাতে নিয়ে ব্যালট বক্স ভর্তি করা হতো। শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে সেই দিন আর ফিরে আসবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম আজাদ।
ড. ওবায়দুল বলেন, সুশিক্ষিত মানুষই জাতির প্রকৃত সম্পদ। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীল চিন্তা এবং মূল্যবোধনির্ভর শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
সমাবেশে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক, স্থানীয় শিক্ষানুরাগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন