পরিবেশ বিধিমালা না মেনে পটুয়াখালীর লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে কৃষি জমিতে নির্মিত ‘ফেমাস ব্রিক্স’ নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ২টার দিকে দুমকী উপজেলার সন্তোষদি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছেন।
প্রশাসন সূত্র জানায়, খাস ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল এ ইটভাটার বিরুদ্ধে।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া