গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক শাখায় প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি রংপুর সদরের রাধাবল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে পুলিশ জানায়।
ব্যাংক ও পুলিশ সূত্র জানায়, গত ৫ নভেম্বর কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক তোফাজ্জল হোসেন ২৪ হাজার টাকা উত্তোলন করেন। তখন ব্যাংকের ভেতরে ওত পেতে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট আছে দাবি করে টাকাগুলো পরীক্ষা করার নামে সুকৌশলে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী তোফাজ্জল হোসেন থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, আজ সকালেও রফিকুল একই ব্যাংকে ঘোরাফেরা করছিলেন। সিসিটিভি ফুটেজে তার পরিচয় শনাক্ত হওয়ায় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা তাকে ধরে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে নিয়ে যান। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে।
ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, ঘটনার পর ব্যাংকে নজরদারি বাড়ানো হয়েছে। গ্রাহকদের অর্থ লেনদেনে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, রফিকুল প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন ব্যাংকে তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সুজন