দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা শপিং কমপ্লেক্সের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে চালকসহ দুজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী পৌর শহরের স্বপ্ন শপিং কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অটোরিকশা চালক এজাজুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজনিন নাহার নামে এক ক্রেতাও আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী পৌর শহরের উর্ব্বশী হলের সামনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ এক্সেলেটর লিভার ডাইরেক্ট হয়ে গেলে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্বপ্ন শপিং কমপ্লেক্সের কাঁচের দেয়ালে ধাক্কা দেয় এবং ভেতরে ঢুকে পড়ে। এতে চালক এজাজুল ইসলাম মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ক্রেতা নাজনিন নাহার ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি শপিং কমপ্লেক্সে ঢুকে চালকসহ দুজন আহত হওয়ার খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল