সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে অবমাননাকর মন্তব্য, বক্তব্য ও ছবি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর ছবি ও মন্তব্য নজরে আসার প্রেক্ষাপটে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যানকে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদেশের সময় ট্রাইব্যুনাল বলেন, মুক্ত চিন্তার প্রকাশ ও বাক স্বাধীনতার ক্ষেত্রে সবাই স্বাধীন। তবে সেটা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে এবং অবমাননা না করে হতে হবে।
এ সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটর, আসামি পক্ষের আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন/এমআই