পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে সরোয়ার হাওলাদার হত্যায় জড়িত প্রধান আসামি ইলিয়াসসহ সকল অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তব্য রাখেন নিহত সরোয়ার হাওলাদারের সহধর্মীনি মনসুরা বেগম, বড় ছেলে শাকিব, ছোট ছেলে শিফাত, বোন পারভীন, চাম্পা, ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম গাজী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নিহতের বড় ভাই বাদী মো. দেলোয়ার হাওলাদার, মুসা মুন্সি, সিদ্দিক হাওলাদার প্রমুখ।
মানববন্ধনকারীরা অবিলম্বে সরোয়ার ‘হত্যায়’ জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। পরে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাতে ইলিয়াস মৃধাসহ আসামিরা সরোয়ারকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বানিয়াকাঠি এলাকায় নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। এ ঘটনায় বড় ভাই মো. দেলোয়ার হাওলাদার বাদী হয়ে ১৭ নভেম্বর ইলিয়াস মৃধা, মো. ফারুক হাওলাদার ওরফে গুডি ফারুক, জাহাঙ্গীর হাওলাদার, সবুজ আকন, সেলিম গাজী, রায়হান হাওলাদারসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ