বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (পিইউবি) প্রথমবারের মতো স্বনামধন্য ব্যান্ডদল শিরোনামহীন এর মনমাতানো উপস্থাপনায় ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে জমকালো বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ইউনিভার্সিটি মাঠে বিবিএ কার্নিভাল-৩ এর উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে বর্ণাঢ্য র্যালি বগুড়া-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। বিকেলে কনসার্ট পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, বিওটি ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, বিওটি কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বিওটি সদস্য মো. মোজাম্মেল হক লালু।
বিডি-প্রতিদিন/জামশেদ