দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। নিয়মিত অধিনায়ক শুভমান গিল চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে রাহুলের হাতে। রবিবার (২৩ নভেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে এ তথ্য জানায়।
গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পান গিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলার পরই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে ওই টেস্টে আর মাঠে নামতে না পারার পাশাপাশি ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যান তিনি। তার অনুপস্থিতিতেই নেতৃত্ব দেবেন রাহুল।
এদিকে স্কোয়াডে ফিরেছেন রিশভ পন্ত। গত বছরের আগস্টে শ্রীলঙ্কা সফরের পর এটাই তার প্রথম ওয়ানডে দলে ফেরা। তাকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত দুই মাসে ঘন ঘন আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকা জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে দলে রাখা হয়নি চোট সামলে ফেরার অপেক্ষায় থাকা শ্রেয়াস আইয়ারকেও। আইয়ারের অনুপস্থিতি মিডল অর্ডারে সুযোগ করে দিয়েছে তরুণ তিলক ভার্মার জন্য। মিডল অর্ডার জায়গার জন্য তাকে লড়তে হবে রিশভ পন্তের সঙ্গে।
অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এই স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর থাকছেন দলের অলরাউন্ডার হিসেবে। তবে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল।
পেস আক্রমণে আছেন আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা ও হারশিত রানা। বিশ্রাম পেয়েছেন মোহাম্মদ সিরাজ। মিডল অর্ডারে জায়গা পেতে লড়াইয়ে থাকবেন ধ্রুব জুরেলও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রিশভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।
বিডি প্রতিদিন/মুসা