উত্তরবঙ্গ তথা পল্লী-বাংলার হৃদয় জুড়ানো সঙ্গীতকে প্রবাসেও লালন ও বিকাশের সংকল্প তথা বাঙালি সংস্কৃতির চিরায়ত ধারা অব্যাহত রাখার স্লোগানে শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন’র পঁচিশ বছর পূর্তি উৎসব।
বারি গ্রুপের সৌজন্যে ‘ভাবের গান’ শীর্ষক এই উৎসব উৎসর্গ করা হয় জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী বিজয় সরকার ও বারি সিদ্দিকীর আত্মার প্রতি।
উৎসবের আহবায়ক ডা. হামিদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন বয়েসী প্রবাসীর উপস্থিতিতে এই উৎসবের উদ্বোধন করেন বারি গ্রুপের কর্ণধার আসেফ বারি টুটুল এবং মুনমুন হাসিনা বারি। এ সময় আরও ছিলেন উৎসবের প্রধান অতিথি কাজী আজম, সম্মানিত অতিথি ফাহাদ সোলায়মান, বিশেষ অতিথি ড. সবিতা দাস, মিনা ইসলাম, সালেহ আহমেদ মানিক, কবি সালেহা এবং শক্তি ডি গুপ্তা।
এ উৎসবের প্রধান সমন্বয়কারি আবু তালেব চৌধুরী চান্দু এবং সমন্বয়কারি মোহর খান অতিথিগণকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। সামনের দিনগুলোতেও বহুজাতিক সমাজে বাংলাদেশের সংস্কৃতিকে সদা হৃদয়ে জাগ্রত রাখার উদাত্ত আহবান জানান এ উৎসবের সদস্য-সচিব নূর ইসলাম বর্ষণ।
গত ২৪ বছর প্রবাসে এই উৎসব আয়োজন-পৃষ্ঠপোষকতা এবং লোক সঙ্গীতকে লালন ও বিকাশে নিরন্তরভাবে কাজ করা বিশিষ্টজনদের পুরস্কৃত করার পাশাপাশি ‘ভাবের গান’-এ অংশ নেন জনপ্রিয় শিল্পীরা। এর অন্যতম ছিলেন চন্দ্রা রায়, সবিতা দাস, ইমদাদুল হক, মোহর খান, করিম হাওলাদার, জোহরা আলিম নুপুর, ডা. নার্গিস রহমান, শাহীন, সুলতানা খানম, অঙ্কিতা বিশ্বাস, প্রিয়ন্তি পাল।
বিডি-প্রতিদিন/আশফাক