নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের পর থেকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই গণসংযোগের আয়োজন করা হয়।
একই সাথে প্রচারণায় জনসাধারণের মাঝে বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়। এতে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুব কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস দমন, নিরাপদ জনপথ নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক অগ্রাধিকারসমূহকে বিশেষভাবে উল্লেখ করা হয়।
গণসংযোগে অংশ নেওয়া নেতারা জানান, ধানের শীষ জাতীয় ঐক্য, উন্নয়ন অঙ্গীকার ও জনমতের প্রতিনিধিত্বের প্রতীক, যা তারা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সেবা-মনোভাব প্রসারের মধ্য দিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে করবেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাকিত মুস্তাকিম শিপলু, সাবেক সদর থানা যুবদলের সভাপতি মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক (দপ্তর) সজিব ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জম হোসেন মন্টি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আশফাক