এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপ থেকে দলগুলো খেলে ফেলেছে নিজেদের প্রথম ম্যাচ। স্বাগতিক চীন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে পেয়েছে সমান তিন পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আগামীকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখা গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের লক্ষ্য।
দলের সঙ্গে আছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও টিম ম্যানেজার সামিদ কাশেম। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি আগামী ম্যাচ নিয়েও আশাবাদী।
সামিদ কাশেম বলেন, প্রথম ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে, এতে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। গ্রুপে আমরা শীর্ষে আছি, পরিবেশ-পরিস্থিতিও আমাদের অনুকূলে। ব্রুনাইয়ের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারব বলে বিশ্বাস করি।
আগামীকাল প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্রুনাই নামবে মাঠে। আর নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই