চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠানের গর্ত থেকে আশরাফ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কালীপুর ইউনিয়নের ফকির মোহাম্মদ পাড়ার ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আশরাফ মিয়া তিন দিন আগে নিখোঁজ হন। সকালে তার বাড়ির উঠানের দক্ষিণ পাশে ঝোপের মধ্যে নতুন মাটি খোঁড়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে জায়নামাজে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, লাশের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন